Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

সম্প্রতি কর্মকান্ড

বর্তমান সরকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা বিধানে বদ্ধ পরিকর। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সরকার কর্তৃক ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করতঃ পুলিশ বাহিনী আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা বিধান ও জীবন মান উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নতি সাধিত হচ্ছে। যাতে পরোক্ষভাবে বাংলাদেশ পুলিশের উল্লেখযোগ্য অবদান রয়েছে। 

 

আইন-শৃঙ্খলা রক্ষায় প্রধান অন্তরায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রীয়ভাবে গ্রহণকৃত জিরো টলারেন্স নীতির আলোকে জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।  জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, পলাতক আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক ও বিষ্ফোরক দ্রব্যাদি উদ্ধার এবং আইন-শৃঙ্খলা বিঘ্নসৃষ্টিকারীদের গ্রেফতারের নিমিত্ত পুলিশি অভিযান অব্যাহত আছে।

 জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়ার লক্ষ্যে পুলিশের মোবাইল নম্বর সম্বলিত লিফলেট বিতরণ করা হচ্ছে। কোন বাসায় যেন জঙ্গি/সন্ত্রাসী অবস্থান করে নিরাপত্তা বিঘ্নসৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে বাড়ির মালিক/ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহপূর্বক সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে বক্তব্য প্রদান এবং শিক্ষার্থীরা কোনক্রমেই যাতে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয় সে ব্যাপারে সচেতনতা ও সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে। এলাকার জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সর্বস্তরের জনসাধারণ এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন সভায় আইন-শৃঙ্খলা বিঘ্নসৃষ্টিকারীদের তৎপরতা রোধকল্পে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদানের জন্য উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

পুলিশের উদ্যোগে জুমআ’র নামাজের খুতবার পূর্বে ঈমামগণ কর্তৃক মসজিদসমূহে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে জঙ্গিবাদ ও মাদকের কুফল সম্পর্কে বক্তব্য প্রদান অব্যাহত রয়েছে। যার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোপরি দেশের জনগণ যাতে শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে সে বিষয়ের দিকে লক্ষ্য রেখে পুলিশ বর্তমানে নিরলশভাবে কাজ করে যাচ্ছে।