Title
Distribution of food items on the occasion of Eid-ul-Fitr by "Police Women Welfare Association" (Punak), Chapainawabganj to the needy and helpless: 𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐸𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋 [ *08 APRIL 𝟐𝟎𝟐4* ]
Details
"পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক), চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ- উল- ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ :
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝗖𝗛𝗔𝗣𝗔𝗜𝗡𝗔𝗪𝗔𝗕𝗚𝗔𝗡𝗝
[ *08 APRIL 𝟐𝟎𝟐4* ]
"মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়" ...........
এই
স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অদ্য ইং ০৮/৪/২০২৪ খ্রী: বিকেল ০২:৩০ ঘটিকায় "পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ- উল- ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । চাঁপাইনবাবগঞ্জ জেলার পুনাক সভানেত্রী জনাব নাজিফা আলী প্রমি এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান বিপিএম, পিপিএম মহোদয়।
প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় তিনি জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশ পুলিশের জন্য সকলের নিকট দোয়া চান ।
পুনাক সভানেত্রী জনাব নাজিফা আলী প্রমি মহোদয় তাঁর বক্তব্যে বলেন "আমরা আছি তোমাদের পাশে" এই স্লোগানে "পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে । চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
জনাব মোঃ আবুল কালাম সাহিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), চাঁপাইনবাবগঞ্জ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসা: নাজমুন নাহার সহ সভানেত্রী, পুনাক, চাঁপাইনবাবগঞ্জ ।
এ সময় জনাব মো: নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।