Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

পুলিশ সুপারের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর আওতাধীন অফিস সমুহের সেবা সমুহঃ-

(১) অভিযোগ/জিডি তদন্ত করা 

(২) অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করিয়া তদন্ত পূর্বক অপরাধীকে আইনামলে সোপর্দ করা 

(৩) ভিকটিম সাপোর্ট যেমনঃ-কোন অসচ্ছল দরিদ্র অসহায়/অপহৃত ও নির্যাতিত ব্যক্তিকে জরুরীভিত্তিতে আইনী সেবা প্রদান করা 

(৪) মাদক দ্রব্য/চোরাচালান/দূর্ঘটনা/জঙ্গীবাদ/বাল্য বিবাহ/যৌতুক সংক্রান্তে তথ্য সংগ্রহ পূর্বক আইনী সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা 

(৫) থানা সমুহে সংশ্লিষ্ট এলাকার জনসাধারনের উপস্থিতিতে ওপেন হাইস ডে অনুষ্ঠান পরিচালনা করা ও জনগনের অভিমত/বক্তব্য সমুহের প্রেক্ষিতে আইনী সেবার ব্যবস্থা গ্রহণ করা 

(৬) বিজ্ঞ আদালতে সাক্ষীকে হাজির করার জন্য মামলার সমন জারী ও গ্রেফতারী পরোয়ানা তামিল 

(৭) জনগনের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃংখলা রক্ষার্থে নিয়মিত রন পাহারা করা। এ ছাড়াও ট্রাফিক পুলিশ কর্তৃক রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ ও ত্রুটি-বিচ্যুতি এবং অবৈধ রেজিষ্টেশন বিহীন যানবাহনের ক্ষেত্রে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা। রাস্তায় জনগন ও গাড়ী পারাপারে আইনী সেবা প্রদান করা। 

(৮) পাসপোর্ট/পুলিশ ক্লীয়ারেন্স সার্টিফিকেট/চাকুরীর তদন্ত প্রতিবেদন সংক্রান্তে তদন্ত পূর্বক জনগনকে সেবা প্রদান করা (৯) জেলায় আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা সেবা প্রদান 

(১০) রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকিমূলক কর্মকান্ড সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যথাসময়ে উহা সরকারকে অবহিত করণ ও প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনশান্তি, শৃংখলা নিশ্চিত করা। আর্থিক প্রতিষ্ঠান সমুহকে অর্থ আনা-নেওয়ায় স্কট প্রদান, মুক্তিযোদ্ধাদের রেশনিং সেবা প্রদান, বিদেশে অবস্থানরত অপরাধীদের দেশে আনয়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করণ।